বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

নড়াইল জেলা সদরে যানজট নিরসনে যৌথ অভিযান

শেখ নয়ন / ২১৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

নড়াইল জেলা সদরের যানজট সমস্যা নিরসনে যৌথ বাহিনীর অভিযানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে নড়াইল পৌরসভার হাতিরবাগান এলাকায় অবস্থিত অস্থায়ী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।

যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে পরিচালিত এ অভিযানে নড়াইল সদর থানা পুলিশ, হাইওয়ে ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসনের প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি এবং ইউনিয়ন শ্রমিক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ঢাকা-যশোর বাইপাস মোড়ে হাতিরবাগান এলাকায় অবস্থিত অস্থায়ী বাসস্ট্যান্ড সরেজমিনে পরিদর্শন করা হয়। স্থানীয় জনগণ, নড়াইল জেলা বাস মালিক সমিতি এবং ইউনিয়ন শ্রমিক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাইপাস মোড়ে থাকা সকল বাসের অস্থায়ী টিকেট কাউন্টার নতুন বাস টার্মিনালে স্থানান্তর করা হবে।

যানজট নিরসনের পাশাপাশি সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণকে সচেতন করতে যৌথ বাহিনীর টহল দল প্রচার-প্রচারণা চালায়। এসময় প্রচারের মাধ্যমে যানজট কমানোর গুরুত্ব তুলে ধরেন এবং যাত্রীসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী ও যাত্রীসাধারণ সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, নতুন বাস টার্মিনাল কার্যকরভাবে ব্যবহৃত হলে শহরের যানজট অনেকটাই কমে আসবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

নড়াইল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন বাস টার্মিনালে বাস চলাচল নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর