কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকার কেরানাীগঞ্জে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। এতে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রেণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়ে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এ ঘটনার পরপরই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম শিকদার বলেন, আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পোস্তগোলা, কেরানীগঞ্জসহ আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *