আওয়ামী লীগে দুষিত রক্ত রাখা হবে না: কাদের

আওয়ামী লীগে দুষিত রক্ত রাখা হবে না: কাদের

আওয়ামী লীগে আর দুষিত রক্ত রাখা হবে না, বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও মাদকসেবীকে দলে টানবেন কিংবা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করে জমিদারি আচরণ করবেন তাদের স্থান আওয়ামী লীগে নেই। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নিজের পকেটের উন্নয়ন নয়, জনগণের উন্নয়নের জন্য যারা কাজ করেন তারা নেতৃত্বে আসবেন।’ একটি ক্লিন ইমেজের দল হিসেবে গড়ে তোলার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আসুন শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করি।’ ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের মতো দুটি বিশাল উদযাপনকে সামনে রেখে দলকে টেকনোলজির সাথে ট্র্যাডিশন, মর্ডানিটির সাথে আইটি, রিয়েলিটির সাথে আইডিয়োলিজমকে সমন্বয় করে আওয়ামী লীগকে এগিয়ে নেব।’

আরও পড়ুন: ‘জিয়া-এরশাদ আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন’

তিনি বলেন, ‘১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদ্দৌল্লা তৎপরবর্তীতে খুদিরাম, সূর্যসেন, প্রীতিলতা, মওলানা মনিরুজ্জামান জীবন দিলেও বাংলার স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে টুঙ্গিপাড়ার জন্ম নেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানের হাত ধরে।’

বিএনপি সংখ্যালঘুবান্ধব দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বক্তব্য শুনে হাসবো না কাঁদব ভেবে পাচ্ছিনা। ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর বিএনপি যে হামলা, নির্যাতন, লুটপাট করেছে তা ৭১ এর বর্বরতাকেও হার মানিয়েছে। এদেশে আওয়ামী লীগ ছাড়া সংখ্যালঘুবান্ধব কোন দল নেই।’

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিমতলায় এ সম্মেলনের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি। সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, গাজী মো. শাহনেওয়াজ এমপি। এসময় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী।

পরে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু জাহির এমপিকে পুনরায় সভাপতি ও সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিদ খান এমপিকে দলের জাতীয় পরিষদ সদস্য পদে নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ইত্তেফাক/এএএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *